Presidency University
  • PRESIDENCY UNIVERSITY

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাত বার্ষিকী

EVENT DESCRIPTION

আজ ১৫ আগস্ট ২০২২, সোমবার সকাল ১০টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কনফারেন্স হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় ।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কনফারেন্স হলে সকলের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আবুল লাইস এম. এস. হক এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যানগণ, প্রোগ্রাম ডিরেক্টরস, শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনিভার্সিটির প্রধান ফটকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাচধারণ প্রভৃতি আয়োজন করা হয়।
মাননীয় উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র যুক্তফ্রন্টের নির্বাচন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৮’র আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯’র গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন, ৭১-এর অসহযোগ আন্দোলন এবং সর্বাত্বক মুক্তিযুদ্ধ ও জাতীয় ইতিহাসের প্রতিটি পর্যায়ে বঙ্গবন্ধুর সক্রিয় উপস্থিতি ছিল উজ্জ্বল এবং সুদূরপ্রসারী।
স্বাধীকারের সংগ্রামকে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে রুপান্তর এবং এর মাধ্যমে একটি নতুন রাষ্টের প্রতিষ্ঠাকরন বঙ্গবন্ধুর জীবনের অমর কীর্তি।


Powered by Froala Editor

 

Organized By

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

Location

    প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

Event Information

Category শাহাদাত বার্ষিকী
Start Date Aug 15, 2022
End Date Aug 15, 2022
Start Time 10:00am
End Time 12:30pm